হ্যারি পটার এন্ড দ্য চেম্বার অব সিক্রেট

হ্যারি পটার এন্ড দ্য চেম্বার অব সিক্রেট

হ্যারি পটার এন্ড দ্য চেম্বার অব সিক্রেট

হ্যারি পটার এন্ড দ্য চেম্বার অব সিক্রেট
হ্যারি পটার এন্ড দ্য চেম্বার অব সিক্রেট

হ্যারি পটার এন্ড দ্য চেম্বার অব সিক্রেট
-জে কে রাওলিং

হ্যারি পটার সিরিজ…!এই সিরিজের প্রথম পার্ট ‘হ্যারি পটার এন্ড দ্য ফিলোসফার্স স্টোন’ পড়ার পর অনেক উত্তেজনা নিয়ে দ্বিতীয় অংশ ‘হ্যারি পটার এন্ড দ্য চেম্বার অব সিক্রেট’ বইটি শুরু করেছিলাম।
এটা বলতেই হবে যে এবারেও হ্যারি পটার আমাকে নিরাশ করেনি।শেষ পাতা পর্যন্ত আমার উত্তেজনা ধরে রাখতে সক্ষম হয়েছে বইটি!

কাহিনী সংক্ষেপণঃ


গ্রীষ্মের ছুটিতে ডার্সলি পরিবারে যখন হ্যারি অত্যাচারে জর্জরিত তখন গল্পে আবির্ভাব ঘটে গৃহডাইনি ডব্বির।ডব্বির হুশিয়ারি এবং ডার্সলি পরিবারের অত্যাচার স্বত্ত্বেও হোগার্টস এ হ্যারি আবার যায় উইজলি পরিবারের সাহায্যে।সেখানেই হ্যারির সাথে পরিচয় গিনি উইজলির। হ্যারি পটারের দ্বিতীয় বর্ষের শুরুটাই হয় অনেক বিপর্যয়ের মধ্য দিয়ে। স্কুল থেকে বের করে দেওয়ার হুশিয়ারি নিয়ে ভয়ে ভয়ে স্কুলে থাকে হ্যারি এবং রন।

প্রফেসর লকহার্ট এই অংশের একজন গুরুত্বপূর্ণ চরিত্র।তিনি সবসময় হ্যারিকে তুচ্ছ করার চেষ্টা করেন।ম্যালফয় এবং লকহার্ট এর যন্ত্রণার মাঝে হোগার্টস এ শুরু হয় চেম্বার অব সিক্রেট এর আতংক।একের পর এক খুন হতে থাকে।প্রফেসররা হোগার্টস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।হ্যারি,রন এবং হার্মিওনের অভিযান এবার চেম্বার অব সিক্রেট খুজে বের করা।এই পর্বে তিন বন্ধুর লড়াই হোগার্টস কে বন্ধ হওয়া থেকে রক্ষা করা।এরই প্রেক্ষিতে চলতে থাকবে হ্যারি পটারের এ পর্বের অভিযান….

বাংলাসাহিত্যের কালজয়ী উপন্যাস তুলে ধরা হলো — পর্ব ১

পাঠ প্রতিক্রিয়াঃ


রিভিউ লেখার শুরুতেই বলেছি বইটি আমার উত্তেজনা ধরে রাখতে সক্ষম হয়েছে।এক কথায় বলতে গেলে ‘পার্ফেক্ট’!!

বইয়ের মানঃ


বইয়ের মান মোটামুটি ভালোই ছিল।বানান ভুল চোখে পড়েনি সেরকম।তাছাড়া কাগজও ভালো ছিল।সব মিলিয়ে ভালোই!

বইঃ হ্যারি পটার এন্ড দ্য চেম্বার অব সিক্রেট
লেখিকাঃজে কে রাওলিং
রেটিংঃ ৫/৫

✒️সুমাইয়া শেফা

রিভিউঃ Black Hole, Baby Universe and Other Essays

tothobari