বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থতালিকা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থতালিকা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থতালিকা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় লেখক।১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে ভারতের চব্বিশ পরগণা জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন বিখ্যাত এই কথাসাহিত্যিক। শরৎচন্দ্রের পরে  বাংলা কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় স্থান দখল করে নিয়েছেন তিনি।তিনি গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনকে ফুটিয়ে তুলেছেন অসাধারণ ভাবে।তার লেখনশৈলীতে খুঁজে পাওয়া যায় বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মানুষের নিবিড় সম্পর্কের বিষয়টি।পথের পাঁচালি, চাঁদের পাহাড়ের মত অনবদ্য সব উপন্যাস রচনা করেছেন তিনি।বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একাধারে উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী এবং দিনলিপি লেখার মাধ্যমে বাংলা কথাসাহিত্যে অমর হয়ে আছেন।

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থতালিকা –

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থতালিকা
পথের পাঁচালি

           উপন্যাস

  • পথের পাঁচালি (১৯২৯)
  • অপরাজিত( ১৯৩২, ১ম ও ২য় খন্ড)
  • দৃষ্টি প্রদীপ
  • আরণ্যক (১৯৩৯)
  • আদর্শ হিন্দু হোটেল (১৯৪০)
  • বিপিনের সংসার ( ১৯৪১)
  • দুই বাড়ি ( ১৯৪১)
  • অনুবর্তন (১৯৪২)
  • দেবযান (১৯৪৪)
  • কেদার রাজা (১৯৪৫)
  • অথৈজল (১৯৪৭)
  • ইছামতি (১৯৫০)
  • অশনি সংকেত (অসমাপ্ত, বঙ্গাব্দ ১৩৬৬)
  • দম্পতি( ১৯৫২)
চাঁদের পাহাড়

গল্প সংকলন

  • মেঘমল্লার (১৯৩১)
  • মৌরিফুল (১৯৩২)
  • জন্ম ও মৃত্যু (১৯৩৭)
  • কন্নর দল (১৯৩৮)
  • বেনীগিরি ফুলবাড়ি (১৯৪১)
  • নবাগত (১৯৪৪)
  • তালনবমী (১৯৪৪)
  • উপলখন্ড (১৯৪৫)
  • বিধুমাস্টার (১৯৪৫)
  • ক্ষণভঙ্গুর (১৯৪৫)
  • অসাধারণ (১৯৪৬)
  • মুখোশ ও মুখশ্রী ( ১৯৪৭)
  • আচার্য কৃপালিনী কলোনি ( ১৯৪৮; এটি পরে ১৯৫৯ সালে ‘নীলগঞ্জের ফালমন সাহেব’ নামে প্রকাশিত হয়)
  • জ্যোতিরিঙ্গণ (১৯৪৯)
  • কুশল পাহাড়ি (১৯৫০)

কিশোরপাঠ্য উপন্যাস

  • চাঁদের পাহাড় (১৯৩৮)
  • আইভ্যানহো ( সংক্ষেপানুবাদ,১৯৩৮)
  • *
  • মিসমিদের কবচ (১৯৪২)
  • হীরা মানিক জ্বলে (১৯৪৬)
  • সুন্দরবনের সাত বৎসর ( ১৯৫২)

ভ্রমণকাহিনী এবং দিনলিপি সমূহ

  • অভিযাত্রিক (১৯৪০)
  • স্মৃতির রেখা (১৯৪১)
  • তৃণাঙ্কুর (১৯৪৩)
  • ঊর্মিমুখর (১৯৪৪)
  • বনে পাহাড়ে (১৯৪৫)
  • উৎকর্ণ (১৯৪৬)
  • হে অরণ্য কথা কও (১৯৪৮)

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেও তার তিনটি গল্প সংকলন প্রকাশিত হয়।

১। রূপ হলুদ (১৯৫৭, মৃত্যুর পর প্রকাশিত)

২। অনুসন্ধান (১৯৬০, বঙ্গাব্দ ১৩৬৬)

৩। ছায়াছবি (১৯৬০, বঙ্গাব্দ ১৯৬৬)

এরকম আরো বইয়ের রিভিউ পেতে ভিজিট করুন কন্ঠনীড় ওয়েবসাইট।