হুমায়ূন আজাদের বিখ্যাত উক্তি

হুমায়ূন আজাদের বিখ্যাত উক্তি

হুমায়ূন আজাদের বিখ্যাত উক্তি

হুমায়ূন আজাদ (২৮ এপ্রিল ১৯৪৭- ১২ আগস্ট ২০০৪) একজন বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকর, কিশোর সাহিত্যিক এবং গবেষক ছিলেন। তিনি তার বহুমাত্রিক বক্তব্যের জন্য ১৯৮০ এর দশক থেকে পাঠকদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছিলেন। তার কিছু জনপ্রিয়  বানী তুলে ধরা হলো-

হুমায়ূন আজাদ (২৮ এপ্রিল ১৯৪৭- ১২ আগস্ট ২০০৪) একজন বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকর, কিশোর সাহিত্যিক এবং গবেষক ছিলেন। তিনি তার বহুমাত্রিক বক্তব্যের জন্য ১৯৮০ এর দশক থেকে পাঠকদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছিলেন। তার কিছু জনপ্রিয়  বানী তুলে ধরা হলো– 

হুমায়ূন আজাদের বিখ্যাত উক্তি
হুমায়ুন আজাদ উক্তি
  • আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রুপসীর একটু নগ্ন বাহু দেখে ওরা হৈ চৈ করে,কিন্তু পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে ওরা একটুও বিচলিত হয় না।
  • সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষনীয় কিন্তু ভন্ডরা বলেন উলটো কথা।
  • মানুষ সিংহ এর প্রশংসা করে,কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।
  • পুঁজিবাদের আল্লার নাম টাকা,মসজিদের নাম ব্যাংক।
  • হিন্দুরা মুর্তি পূজারী। মুসলমানরা ভাবমুর্তি পূজারী। মুর্তিপুজা নির্বুদ্ধিতা; আর ভাব মুর্তিপূজা ভয়াবহ।
  • বাঙালি আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনো কখনো সফল হয়; এবং সফল হওয়ার পর মনে থাকে নয়া কেনো তারা আন্দোলন করেছিল।
  • একনায়কেরা এখন গণতন্ত্রের স্তব করে, পুঁজিপতিরা ব্যস্ত থাকে সমাজতন্ত্রের প্রশংসায়।
  • প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথা তোলে, নতুন বিদ্রোহীরা তখন কারাগারে ঢোকে, ফাঁসিকাঠে ঝোলে।
  • পুরস্কার অনেকটা প্রেমের মতো; দু- একবার পাওয়া খুবই দরকার,এর বেশি পাওয়া লাম্পট্য।
  • কবিরা বাংলায় বস্তিতে থাকে, সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদে।
  • তসলিমা নাসরিন এর বিখ্যাত উক্তি
হুমায়ুন আজাদ উক্তি
হুমায়ুন আজাদ উক্তি
  • শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের বিখ্যাত উক্তি
  • মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক।
  • যে বুদ্ধিজীবী নিজের সময় ও সমাজ নিয়ে সন্তুষ্ট, সে গৃহপালিত পশু।
  • বুদ্ধিজীবীরা এখন বিভক্ত তিন গোত্রে; ভন্ড, ভন্ডতর আর ভন্ডতম।
  • শয়তানের প্রার্থনায় বৃষ্টি নামে না,ঝড় আসে; তাতে অসংখ্য মানুষের মৃত্যু ঘটে।
  • শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয়। এ সমাজ শিক্ষক চায় না, চোর- চোরাচালানি- দারোগা চায়।
  • ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান।
  • পরমাত্মীয়ের মৃত্যুর শোকের মধ্যেও মানুষ কিছুটা সুখ বোধ করে যে নিজে বেঁচে আছে।
  • অভিনেতারা সব সময়ই অভিনেতা; তারা যখন বিপ্লব করে তখন তারা বিপ্লবের অভিনয় করে। এটা সবাই বোঝে, শুধু তারা বোঝে না।
  • পা, বাংলাদেশে মাথার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পদোন্নতির জন্যে এখানে সবাই ব্যগ্র। কিন্তু মাথার যে অবনতি ঘটছে, তাতে কারো কোনো ভ্রূক্ষেপ নেই।
  • যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না। কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব থাকে না।
  • জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি। অনেকেইই আজকাল জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে।
  • প্রতিটি গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়।
  • উন্নতি হচ্ছে ওপরের দিকে পতন। অনেকেরেই আজকাল ওপরের দিকে পতন ঘটছে।
  • বাংলার প্রধান ও গৌণ লেখকদের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রধানেরা পশ্চিম থেকে প্রচুর ঋণ করেন, আর গৌণরা আবর্তিত হন নিজেদের মৌলিক মুর্খতার মধ্যে।
  • মহামতি সলোমনের নাকি তিনশো পত্নী, আর সাত হাজার উপপত্নী ছিল। আমার মাত্র একটি পত্নী। তবু সলোমনের চরিত্র সম্পর্কে কারো কোনো আপত্তি নেই, কিন্তু আমার চরিত্র নিয়ে সবাই উদ্বিগ্ন।
হুমায়ুন আজাদ উক্তি
  • নিন্দুকেরা পুরোপুরি অসৎ হতে পারেন না,কিছুটা সততা তাঁদের পেশার জন্যে অপরিহার্য; কিন্তু প্রশংসা কারীদের পেশার জন্য মিথ্যাচারই যথেষ্ট।
  • টেলিভিশন, নিকৃষ্ট জিনিসের একনম্বর পৃষ্ঠপোষক, হিরোইন প্যাথেডিনের থেকেও মারাত্মক। মাদক গোপনে নষ্ট করে কিছু মানুষকে, টেলিভিশন প্রকাশ্যে নষ্ট করে কোটি কোটি মানুষকে।
  • বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকে, আট ঘন্টা স্বপ্ন দেখা রবীন্দ্রনাথের পক্ষেও অসম্ভব।
  • প্রতিটি সার্থক প্রেমের কবিতা বলতে বোঝায় যে কবি প্রেমিকাকে পায়নি, প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বলতে বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে।
  • শৃঙ্খল প্রিয় সিংহ এর থেকে স্বাধীন গাধা উত্তম।
  • এখন পিতামাতারা গৌরববোধ করেন যে তাদের পুত্রটি গুন্ডা। বাসায় একটি নিজস্ব গুন্ডা থাকায় প্রতিবেশীরা তাদের সালাম দেয়; মুদিদোকানদাররা খুশি হয়ে বাকি দেয়, বাসার মেয়েরা নির্ভয়ে একলা পথে বেড়তে পারে এবং বাসায় একটি মন্ত্রী পাওয়ার সম্ভাবনা থাকে।
  • এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত।
  • রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার দরকার ছিল না। কিন্তু দরকার ছিল বাংলা সাহিত্যের। পুরস্কার না পেলে হিন্দুরা বুঝতো না যে রবীন্দ্রনাথ বড় কবি; আর মুসলমানেরা রহিম, করিমদের দাবি করতো বাংলার শ্রেষ্ঠ কবি হিসেবে।
  • তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্য দুটি জিনিস দরকার; বন্দুক ও কবর।
  • বাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন, অবাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন খুলুন।
  • যারা ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় , তারা ধার্মিকও নয়, বিজ্ঞানীয় নয়। শুরুতেই স্বর্গ যাকে বিতারিত করা হয়েছিল, তারা তার বংশধর।   

আরো জানতে আমাদের কন্ঠনীড়ে সাইটে থাকুন