চতুরঙ্গ রবীন্দ্রনাথ এর বই মানের একটু গভীর! হয়তো একটু নয়,পুরোটাই গভীর চেতনাধারায় পরিপূর্ণ। চতুরঙ্গবইটিও তার ব্যতিক্রম নয়। চারজন মানুষের জীবননাট্যকে কেন্দ্র করে এই উপন্যাস রচনা করেছেনরবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে বলা হয়েছে জগোমোহনের কথা।যিনি নাস্তিক এবং মানবসেবাই যার ব্রত। “ঈশ্বর বিশ্বাসীর সঙ্গে তিনি এই পদ্ধতীতে তর্ক করিতেন-‘ঈশ্বর যদি থাকেন তবে আমার বুদ্ধি তারই দেওয়া;সে বুদ্ধি বলিতেছে যে […]
