প্রেমিকজনের চিঠি//কবি শ্রীজাত
আছি, কিন্তু নেই এখানে ।স্থবির, কিন্তু খরস্রোতা ।আমার কাছে জীবন মানেউইন্ডস্ক্রিনে বৃষ্টিফোঁটা । চার দশকের চৌকাঠে দিনরোদ্দুরও নেই তেমন বিশেষমুঠোই কেবল একটু জেদি ।কে জানে হার মানবে কিসে … তারই মধ্যে এসে দাঁড়াওফের সমস্ত ওলটপালটসন্ধে চেনে আমার পাড়াও ।এবারে রাত নামলে ভাল । শান্ত আছি। শান্ত থাকি।কিন্তু হঠাৎ ঝড়ের...